IND VS SA: ফের প্রমাণিত আর্শদীপ! ইতিহাসের পাতায় হাতছানি

আর্শদীপ একাই তুলে নেন ৫ উইকেট। গড়েন ইতিহাস।

author-image
Adrita
New Update
দফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ একাই একশো তিনি। আবারও প্রমাণ করলেন আর্শদীপ সিং। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। আর্শদীপ একাই তুলে নেন ৫ উইকেট। গড়েন ইতিহাস। তাঁকে যোগ্য সঙ্গত করে ৪ উইকেট নেন আবেশ খান। একটি উইকেট নেন কুলদীপ যাদব। আর এখানেই ম্যাচ হাত থেকে বের হয়ে যায় দক্ষিণ আফ্রিকার।

hiring.jpg

বিশ্বকাপে ইডেনে ভারতের বিরুদ্ধে ৮৩ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। সেই স্মৃতি ফিরে এল রবিবার। তবে এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৭.২ ওভারে ১১৬ রানেই খেল খতম প্রোটিয়াদের।এর আগে তিনটি ওয়ানডে খেলেছেন অর্শদীপ সিং। দু'টিতে বোলিং করলেও, উইকেটের পাননি। সেই অর্শদীপই এদিন নিজের প্রথম ওভারে নেন পরপর ২ উইকেট। শেষ পর্যন্ত ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তাঁকে প্রথম স্পেলে টানা ৭ ওভার বল করানো হয়। সেই সময় ৪ উইকেট তুলে নেন আর্শদীপ। পরের স্পেলে এসে আরও একটি উইকেট নেন তিনি। আর্শই প্রথম ভারতীয় বোলার, যিনি একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন।

জোহানেসবার্গে অর্শদীপের ইতিহাস লেখার দিনে, দক্ষিণ আফ্রিকা আবার গড়ে ফেলে লজ্জার নজির। ঘরের মাঠে ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান করার নজির গড়ে। এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষেই ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। এদিন আরও কম, ১১৬ রান করে তারা।

আর্শদীপ ইনিংসের দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফেরান রিজা হেন্ডরিক্স ও রাসি ভ্যান ডার দাসেনকে। দু'জনেই খালি হাতে সাজঘরে ফেরেন। ৩ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার টোনি ডি জর্জি (২২ বলে ২৮) এবং অধিনায়ক এডেন মার্করাম (২১ বলে ১২) মিলে স্কোরবোর্ডে রান যোগ করার চেষ্টা করেন। কিন্তু জুটিতে ৩৯ রানের বেশি করতে পারেননি তাঁরা। আর্শ এর পর টোনি ডি জর্জিকে ফিরিয়ে তৃতীয় উইকেটে মার্করামদের জুটি ভাঙার পর তাসের ঘরের মতোই ভেঙে পড়ে অজি ইনিংস। অর্শদীপের তৃতীয় শিকার হয়ে জর্জি যখন আউট হন, দক্ষিণ আফ্রিকার রান ৪২। এর আগে দলটি সর্বনিম্ন ৬৬ রানে ৬ উইকেট হারিয়েছিল ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

hiren