নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দুপুরে শুরু হতে চলেছে ক্রিকেটের ইতিহাসের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে দুই দেশের ভক্তদের মধ্যে। জোরদার প্রস্তুতির মাঝে নিরাপত্তা করা হয়েছে একেবারে নিশ্ছিদ্র। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল ম্যাচের আগে আজ থেকে সেখানে রীতিমতো টহলদারি চালাচ্ছে ড্রোন। রয়েছে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরাও।