নিজস্ব সংবাদদাতাঃ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি এই বিশ্বকাপের অন্যতম নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে ভারত। সেই সঙ্গে থামল নিউজিল্যান্ডের বিজয় রথ। ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যা তার দলের জন্য খুবই ভালো প্রমাণিত হয়েছে। প্রথমে ব্যাট করে ভারতকে ২৭৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ওপেনার হিসেবে মাঠে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৪৬ রান করে হাফ সেঞ্চুরি না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। শুভমান গিলও করেন মাত্র ২৬ রান। ফলে ৭৬ রানে দুই উইকেট হারায় ভারত। এমন পরিস্থিতিতে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে দলের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ১২৮ রানে ব্যাট হাতে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়াস আইয়ারও। কেএল রাহুল আবারও বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছিলেন। তবে মাত্র ২৭ রান করতে সক্ষম হন। সূর্য কুমার যাদব শুরুটা আশাপ্রদ করলেও রান আউট হয়েছিলেন। সেই সঙ্গে আবারও সেঞ্চুরি হাতছাড়া করলেন বিরাট কোহলি। ১০৪ বলে ৯৫ রানে আউট হন তিনি। শেষ পর্যন্ত ভারতকে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা।