নিজস্ব সংবাদদাতা: পঞ্চম টেস্টেও কি তবে জয়ের পথ মসৃণ টিম ইন্ডিয়ার? অন্তত এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে। কেননা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ জিতে গেলেও ভারতের কাছে এখন লক্ষ্য শেষ টেস্ট ম্যাচ। ধর্মশালাতে চলা টেস্টও জিততে চায় রোহিতের দল। তাই তো প্রথম ইনিংস থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছে মেন ইন ব্লুরা।
/anm-bengali/media/media_files/wAe30jGP5vrcyBOqsop4.webp)
আজ তৃতীয় দিনে ৪৭৭ রান করে প্রথম ইনিংস শেষ করেছে দল। সেখানে ইংল্যান্ড ২১৮ তেই অলডাউন হয়ে গিয়েছিল। এই মুহুর্তে ২৫৯ রান নিয়ে লিডে রয়েছে ইন্ডিয়া।
/anm-bengali/media/media_files/euPcZ7oyEAhbd7TriFqX.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)