এখনও সেরা দশে ঋষভ, নেই অন্য কোনো ভারতীয়

মাঠে না নেমেই নিজের জায়গা ধরে রেখেছেন ঋষভ পন্থ। অন্য দিকে ভারতকে ফাইনালে হারানোর সুবাদে টেস্ট ক্রম তালিকায় হয়েছে কিছু পরিবর্তন।

author-image
Pritam Santra
New Update
rishabh pant

নিজস্ব সংবাদদাতাঃ সর্বশেষ টেস্ট ক্রম তালিকা প্রকাশ করেছে আইসিসি। মার্নাস লাবুশেন ৯০৩ রেটিং নিয়ে এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন। ডাব্লুটিসি ফাইনালের পরেও এই স্থানটি দখলে রাখতে পেরেছেন তিনি। এর পরেই রয়েছেন স্টিভ স্মিথ, যিনি এই মুহূর্তে ৮৮৫ রেটিং পেয়েছেন। ভারতের বিপক্ষে ফাইনালে খেলা সেঞ্চুরির সুবাদে এক ধাপ এগিয়ে গেছেন তিনি। এরপর তিন নম্বরে উঠে এসেছেন ট্রাভিস হেড, তার রেটিং স্টিভ স্মিথের চেয়ে মাত্র এক কম। এবার তিনি তিন ধাপ এগিয়ে গিয়েছেন। কেন উইলিয়ামসন অপ্রত্যাশিতভাবে চার নম্বরে এসেছেন, তার রেটিং এখন ৮৮৩, তিনি দুই ধাপ নেমেছেন। কেন ছাড়াও বাবর আজমও নিজের স্থান হারিয়েছেন। তার রেটিং এখন ৮৬২ এবং তিনি পাঁচ নম্বরে নেমে গেছেন। জো রুটও এক ধাপ পিছিয়ে ৮৬১ রেটিং নিয়ে আছেন ছয় নম্বরে। সাত নম্বরে আছেন ড্যারিল মিচেল, যার রেটিং ৭৯২।  ৭৮০ রেটিং নিয়ে দামুথ করুনারত্নে এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। উসমান খাজা এখন নয় নম্বরে, ডব্লিউটিসি ফাইনালের দুই ইনিংসেই তিনি রান করতে পারেননি। এর ফলে তিনি সরাসরি নয় নম্বরে নেমে গেছেন। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ৭৫৮ রেটিং নিয়ে শীর্ষ দশের শেষ স্থানে আছেন ঋষভ পন্থ।