ভারতীয় আম্পয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ICC

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সোমবার ভাটিন্দার আম্পায়ার যতীন কাশ্যপের (Jatin Kashyap) বিরুদ্ধে ২০২২ সালে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তদন্তের পর দুর্নীতি বিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

author-image
Pritam Santra
New Update
icc

নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সোমবার ভাটিন্দার আম্পায়ার যতীন কাশ্যপের (Jatin Kashyap) বিরুদ্ধে ২০২২ সালে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তদন্তের পর দুর্নীতি বিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। আইসিসি এই লঙ্ঘনের সাথে সম্পর্কিত ঘটনাগুলি নির্দিষ্ট করে জানায়নি। কাশ্যপ পাঞ্জাবে (Punjab) জেলা স্তরের ম্যাচগুলিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন, তবে বিসিসিআই (BCCI)-এর প্যানেলে তিনি নেই। কাশ্যপ গত চার বছরে জেলা ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব পালন করেননি।