শনিবার রাত ১০টাতেও জানতেন না তিনি দলে! অবশেষে জিতিয়ে দিলেন ম্যাচ

অস্ট্রেলিয়াকে কাল জিততে বড় সাহায্য করেছেন তিনি। অথচ নিজেই জানতেন না দলে আছেন। ল্যাবুশান জানালেন এমনটাই।

author-image
Anusmita Bhattacharya
New Update
labuschagne

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আমদাবাদে টিম ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য জয়ী অস্ট্রেলিয়া। বল হাতে রোহিত শর্মাদের ২৫০ রানের আগেই আটকে দিলেও, রান তাড়া করতে নেমে প্রথমে তারা বিপর্যয়ের মুখে পড়েছিল। ৭ ওভারের মধ্যে তিনটি উইকেট হারাল তারা। এরপরেই ঘুরে দাঁড়ালেন ওপেনার ট্র্যাভিস হেড ও মিডিল অর্ডার ব্যাটার মার্নাস ল্যাবুশান। ২ জনের বড় পার্টনারশিপে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ৬ উইকেটে এল জয়।

১১০ বলে ৫৮ রানের এই ইনিংসে, ল্যাবুশান বাউন্ডারি হাকিয়েছেন মাত্র চারটি। এরপর লাগাতার স্ট্রাইক রোটেট করে তিনি ট্র্যাভিস হেডকে শতরান করার পাশাপাশি অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে সাহায্য করেছেন। পরে জানা যে আগের দিন রাত ১০টাতেও জানতেন না যে তিনি সুযোগ পাবেন কিনা। কিন্তু অবশেষে তিনিই পেলেন এবং করে দেখিয়েছেন যা দল চাইছিল তাঁর থেকে।

hiring.jpg