নিজস্ব সংবাদদাতাঃ ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর প্রথম বলেই চার মারেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ বলে আরও একটি বাউন্ডারি মারেন হার্দিক। শেষ বলেও চার মারেন তিনি। ওভারে ১৮ রান ওঠে। ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৬ রান সংগ্রহ করে। হার্দিক ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। মুস্তাফিজুর ৪ ওভারে ৪৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯৭ রান।