টানা দু-ম্যাচে হার, কী বললেন হার্দিক?

সিরিজের শেষ তিনটি ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
জক

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সমস্যা ছিল ব্যাটিং। হারের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া সেই প্রসঙ্গই তুলে ধরেছিলেন। সরাসরি অবশ্য ব্যাটিংকে দায়ী না করে জানিয়েছিলেন, দু-একটা ভুলে ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়েছে। ভারতীয় দল ভুলটা বুঝতে পারলেও শোধরাতে পারল না। সেই একই ভুলের পুনরাবৃত্তি, সিরিজে ০-২ পিছিয়ে পড়া। স্নায়ুর চাপ সামলে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় ওয়েস্ট ইন্ডিজের। কী বলছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া? 

প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে ৪ রানে হার। বোর্ডে লক্ষ্য ছিল মাত্র ১৫০। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে টেনেটুনে ১৫২ অবধি তোলে ভারত। প্রথম ওভারে জোড়া উইকেট। ১৬তম ওভারে চাহালের জোড়া ধাক্কা, সেই ওভারে একটি রান আউটে ম্যাচে ফেরার ক্ষীণ আশা। তাতেও শেষ রক্ষা হয়নি। হার্দিক পান্ডিয়া বলছেন, ‘কোনও মতেই সুখকর ব্যাটিং পারফরম্যান্স নয়। পিচ মন্থর ছিল। তবে নিয়মিত উইকেট হারানোর ফলেই চাপ বেড়েছে। এই পিচে ১৬০-এর ওপর স্কোর প্রয়োজন ছিল। পুরান যে ভাবে ব্যাটিং করছিল, বোলার পরিবর্তন করা কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।’