টি-২০ বিশ্বকাপের আগে দলের বড় ‘ভুল’ ধরালেন ভাজ্জি

ইন্ডিয়ান টিমের দল নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Harbhajan-Singh-1.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: টি-২০ ওয়ার্ল্ড কাপের জন্য ইতিমধ্যেই টিম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আগামী ২৬-২৭ মে এই দুই দিনে দল পাড়ি দেবে বিশ্বকাপে অংশ গ্রহণের জন্য। আর এরই মধ্যে ইন্ডিয়ান টিমের দল নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

ভাজ্জি এদিন বলেন, “দলটি সামগ্রিকভাবে ভাল, কিন্তু আমি মনে করি দলে একজন লেস ফাস্ট বোলারের প্রয়োজন ছিল আর রিঙ্কু সিংকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। তিনি এমন একজন খেলোয়াড় যিনি ২০ বলে ৬০ রান করে ভারতকে জিতিয়ে দিতে পারে যেকোনও ম্যাচে। ৩ জন স্পিনার এক সাথে খেলতে পারবে না, সেই শর্ত অনুযায়ী নির্বাচিত টিমে রিঙ্কু সিং-এর প্রয়োজন ছিল। আমি টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা জানাই এবং আমি আশা করি তারা কাপ ফিরিয়ে আনবে”।

rinku.webp

rinkubhajji.jpg

Add 1