নিজস্ব সংবাদদাতা : উশু অ্যাথলেটদের ভিসা প্রত্যাখ্যান করা নিয়ে এবার চিনের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু। তিনি স্পষ্টতই জানিয়ে দেন,অরুণাচল প্রদেশে ভারতের উশু অ্যাথলেটদের ভিসা প্রত্যাখান করার জন্য চিনের তীব্র নিন্দা করছেন। হাংজোতে ১৯তম অশিয়ান গেমসে অংশ করতে যাচ্ছিল ওই খেলোয়াড়রা। রিজিজু আরো বলেন, ''অরুণাচল প্রদেশ একটি বিতর্কিত অঞ্চল নয় কিন্তু ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ৷ চিনের এই পদক্ষেপ রাষ্ট্রের মর্যাদা পরিবর্তন করবে না। চিন যে পদক্ষেপ নিয়েছে তা অনৈতিক এবং বেআইনি। চিনের অবৈধ পদক্ষেপে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির রাজত্ব করা উচিত। এশিয়ান গেমসের জন্য চীনে যাওয়ার কথা ছিল ভারতের ক্রীড়ামন্ত্রীর তবে এই সফর বাতিল করা হয়েছে। এশিয়ান গেমসের জন্য অন্য কোনও কর্মকর্তাও চিনে যাবেন না। দেশের সমগ্র জনগণ চিনের এই অবৈধ পদক্ষেপের দৃঢ় বিরোধিতা করছে এবং ভবিষ্যতে ভারত সরকার এর জবাব দেবে।''