নিজস্ব সংবাদদাতা: মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হয় নজির গড়লেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এই নিয়ে আইপিএলের ইতিহাসে ১৭ বার শূন্য রানে আউট হলেন তিনি। এই নজির তৈরি করে তিনি স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিককে।
/anm-bengali/media/post_attachments/e7b1b9a671d0e4e4fd57b17bfcdd29350e21e51f989a46c84dde1f239dfb2e24.jpg)
যদিও রোহিত এবং দীনেশ দুজনেই বর্তমানে রানের মধ্যে রয়েছেন। চলতি আইপিএলে ৬টি ম্যাচের মধ্যে ৩টিতেই রানের খাতা খুলতে না পেরে গ্রীনরুমে ফিরে যেতে হয়েছে এই অজি তারকাকে। ফলে বারবার চাপে পড়ছে আরসিবি।
/anm-bengali/media/post_attachments/05f871094d4a9fcfd1a81f0386dd0e59fb25b6171d2fca3e450fe029ce33d54c.jpg)
/anm-bengali/media/post_attachments/50b220acb7831ca745261002b338e37f24979f8add6fa9e9151314ce7a612e8a.jpeg)