নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই সুপার কিংস (CSK) বনাম গুজরাট টাইটানসের (GT) মধ্যে আইপিএল ২০২৩ (IPL 2023)-এর ফাইনাল ম্যাচটি হবে রিজার্ভ ডে-তে। এই ম্যাচে সবার নজর থাকবে গুজরাট টাইটানসের তরুণ খেলোয়াড় শুভমান গিলের (Shubman Gill) দিকে। সবাই যখন তার প্রশংসা করছে, তখন ধারাভাষ্যকার আকাশ চোপড়া গিলের সবচেয়ে বড় দুর্বলতা দেখিয়ে দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের আগে গুজরাটের তারকা খেলোয়াড় শুভমান গিলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছিলেন। তার মতে, চলতি মরসুমে এখনও পর্যন্ত প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন শুভমান গিল। তার মতে, দ্বিতীয় ইনিংসে গিলের গড় কমে গেলে তা দলের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, 'শুভমান গিল প্রথমে ব্যাট করলে তার গড় ১০০-এর কাছাকাছি থাকছে। তিনি এখানে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন। এর মধ্যে বেশির ভাগ রান এসেছে প্রথমে ব্যাট করতে নেমে। '