নিজস্ব সংবাদদাতা: গতকালই মনে করা হচ্ছিল, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেড কোচ হবেন স্টিফেন ফ্লেমিং। কিন্তু আজই পালটে গেল সেই নাম। মনে করা হচ্ছে, রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন গৌতম গম্ভীর।
স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার, মাহেলা জয়বর্ধনেকে টপকে গম্ভীরের নামই দৌড়ে এগিয়ে আছে। তবে সমস্যা এখানেও রয়েছে। গম্ভীর যদি ভারতের কোচ হন, তাহলে বিরাট কোহলিকে সামলাতে হবে তাঁকেই। সেটা কি সম্ভব হবে? কেননা বিরাট বনাম গম্ভীর লড়াই বহু পুরনো লড়াই। সেই দ্বন্দ্বকে ছাপিয়ে দুজনে কি মিলে মিশে কাজ করতে পারবেন? তাই এখানেও জটিলতা থেকে যাচ্ছে। তবে এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় বোর্ড। আপাতত, গম্ভীরের মতের অপেক্ষা করছে বিসিসিআই।