নিজস্ব সংবাদদাতা: চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে এশিয়ান গেমসের যাত্রা শুরু করেছিল ভারতীয় পুরুষ ফুটবল দল। সেই পথেই হাঁটল ভারতীয় মহিলা ফুটবল দলও। প্রথম ম্যাচে হার দিয়েই যাত্রা শুরু করল উইমেন টিম।
চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে হার ২-১ গোলে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এগিয়ে গিয়েও ২-১ গোলে হারতে হল আশালতা দেবীদের। যদিও হারলেও ভারতীয় মহিলা ফুটবল দলের খেলা নজর কেড়েছে সকলের।
ম্যাচের প্রথমার্ধে কড়া টক্কর দেয় ভারতীয় টিম। চাইনিজ তাইপেইয়েকে ভালো চাপে রাখে মহিলা দল। এর জেরে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য ভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ভারত। কিন্তু ৬৮ মিনিটে ম্যাচের সমতা ফেরায় চাইনিজ তাইপেই। আর ৮৩ মিনিটে দ্বিতীয় গোল দেয় তারা। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত এই দুটি গোলকেও চাইনিজ তাইপেইকে হাসিল করতে হয় রীতিমতো টক্কর দিয়ে। ভারতের খেলার তাই প্রশংসা করেছে চাইনিজ তাইপেইয়ে।