নিজস্ব সংবাদদাতাঃ সদ্য ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছে। আর জেতার পরেই এক বড় ঘোষণা করেছেন ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। তিনি ভারতীয় দলের এক নম্বর বোলার। প্রতিপক্ষের মাঠে কালঘাম ছুটিয়ে দিয়েছেন তিনি।
/anm-bengali/media/post_attachments/7eca679ba0d960bb70468b1c3c90a2de4aa0a1edbb4829e67609206f1ade3ea4.webp)
তবে কাপ জেতার পরেই তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেছেন। টি-২০ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন তিনি। তাদের সবাইকে সম্বর্ধনা দিতে বিসিসিআইয়ের তরফে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠানেই নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/06/team-india_e94b19.jpg?w=350)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)