ইডেনে ইংল্যান্ড-পাক খেলা, চলবে বিশেষ মেট্রো

সেমিফাইনালে উঠতে হলে শনিবার ইডেনে ইংল্যান্ডকে হারাতেই হবে বাবর আজ়মদের। সেই ম্যাচের ৬ দিন আগে কলকাতায় পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। এখানকার আবহাওয়া ও পরিবেশ, পরিস্থিতির সঙ্গে সড়গড় হওয়ার লক্ষ্য নিয়ে।

author-image
Adrita
New Update
হ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ (England Vs Pakistan) ইডেনে। রাতে বিশেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের। এসপ্ল্যানেড থেকে দুই প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে। 

hiring.jpg

ম্যাচ দেখে ফিরতে দর্শকদের যাতে সমস্যা না হয় তাই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে কবি সুভাষগামী মেট্রোও ছাড়বে ১০টা ৪৫-এ। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একইভাবে ওই একই সময়ে কবি সুভাষ পৌঁছবে শেষ মেট্রো। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। 

hiren