East Bengal : ইস্টবেঙ্গলে প্রায় নিশ্চিত এশিয়ান কোটার ফুটবলার?

নতুন করে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। এখনও পর্যন্ত যা খবর এশিয়ান কোটার ফুবটলারের জন্য ইতিমধ্যে ঝাঁপিয়েছে ইমামি (Emami)-ইস্টবেঙ্গল। এক অস্ট্রেলিয়ান (Australia) ফুটবলারের সঙ্গে লাল হলুদ ক্লাব কথা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।

author-image
Pritam Santra
New Update
East Bengal: প্রয়াত সমর্থকের পাশে ফ্যান ক্লাব

নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। এখনও পর্যন্ত যা খবর এশিয়ান কোটার ফুবটলারের জন্য ইতিমধ্যে ঝাঁপিয়েছে ইমামি (Emami)-ইস্টবেঙ্গল। এক অস্ট্রেলিয়ান (Australia) ফুটবলারের সঙ্গে লাল হলুদ ক্লাব কথা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। ময়দানে গুঞ্জন, এ লিগের সুপারস্টার জেমস দোনাচিকে (James Donachie) ইস্টবেঙ্গল কর্তাদের বেশ পছন্দ হয়েছে। ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর। দোনাচির সঙ্গে সিডনি এফসির চুক্তি শেষ হচ্ছে আগামী মাসেই।