BREAKING : পাঠানকোটে ৫টি বিস্ফোরণ ! তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু, দেখুন বড় খবর
যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া কতটা জটিল হবে? খোঁজ নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী
BREAKING : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জের ! সমস্ত ছুটি বাতিল করলো দিল্লি এইমস (AIIMS)
BREAKING : প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন ! এবার মোদির ভূয়সী প্রশংসা করলেন অধীর
BREAKING : উরি সীমান্তে ফের গোলাবর্ষণ করলো পাকিস্তান ! পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি

শেষ থেকে শুরু ইস্টবেঙ্গলের! তালিকায় আট নম্বরে লাল-হলুদ বাহিনী

লাল-হলুদ বাহিনীর মশাল হয়তো নিভেই গেলো! এই ভেবেই মন খারাপ ছিলো ইস্টবেঙ্গল সমর্থকদের। তবে শেষ ম্যাচে জয় ছিনিয়ে এনে কোচের মুখে হাসি ফোটালেন তারা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
ht

নিজস্ব সংবাদদাতা: আইএসএলে পাঁচ ম্যাচের হারের পর জয়ের হাসি হাসলো ইস্টবেঙ্গল (East Bengal FC)। এক এক করে ৩ পয়েন্ট অর্জন করলো তারা। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে উল্লাসে মেতে উঠলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। কিন্তু ম্যাচ চলাকালীন ভীষণ চিন্তায় ছিলেন কুয়াদ্রাত।
প্রথমার্ধে ক্লেটন সিলভা (Cleiton Silva) এক গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ তুলে আনে টিম হায়দ্রাবাদ (Hyderabad FC)। গোল করার জায়গাতেও পৌঁছে যায় তারা। এই দলে এক জন দক্ষ গোল করার লোক থাকলে হয়তো পয়েন্ট নষ্ট করেই ফিরতে হত ইস্টবেঙ্গলকে।
ম্যাচ শেষ হতেই কুয়াদ্রাত জানান যে পয়েন্ট তালিকার শেষে ছিল ইস্টবেঙ্গল। আর কিছু হারাবার ছিলো না তাদের। সেই জায়গা থেকে নিজেদের পা শক্ত করে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা।
তাছাড়া কুয়াদ্রাত আরও অভিযোগ এনেছেন। তিনি বলেন, "তিন দিনের ব্যবধানে খেলতে হচ্ছে। প্রস্তুতির জন্য মাত্র এক দিন সময় পাচ্ছি। তাই ফুটবলারদের ক্লান্ত হওয়া স্বাভাবিক।"
এই ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন তিনি। একা রেখেছিলেন ফেলিসিয়ো ব্রাউনকে (Felicio Brown Forbes)। ফেলিসিয়োর উচ্চতাকে খেলার মাঠে যথাযোগ্য ভাবে ব্যবহার করেছেন তিনি। কুয়াদ্রাতের মতে, তাঁর পরিকল্পনা কাজে লেগেছে। দলের জয় তারই প্রমাণ।
বর্তমানে, হায়দ্রাবাদকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ-এর (Indian Super League) পয়েন্ট তালিকায় আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।

 

add 4.jpeg

cityaddnew

স

স