নিজস্ব সংবাদদাতা: টস করার ক্ষেত্রেও নাকি ভারতীয় দল জালিয়াতি করছে। ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকন্দর বখত। দাবি করলেন যে যখনই টস করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তখন অনেকটা দূরে কয়েনটা ছুড়ে ফেলছেন। ফলে ম্যাচ রেফারি যেটা বলছেন, সেটা বিশ্বাস করা হচ্ছে। অন্য দলের অধিনায়করা নিজেরা দেখছেন না যে কয়েনের কোন দিকটা পড়েছে। বুঝতে পারছেন না যে কে জিতেছেন। তবে শুধু তিনি নন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি এবং শ্রীলঙ্কা নেটিজেনদের একাংশও দাবি করেছেন যে বুধবার প্রথম সেমিফাইনালে নাকি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টসের সময় কয়েন না দেখেই ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট বলে দিয়েছিলেন যে টসে জিতে যায় ভারত। যদিও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি কোনও মন্তব্য করেনি।
বিতর্কের সূত্রপাত হয় প্রথম সেমিফাইনালই । বুধবার সেমিফাইনালে কয়েন ফ্লিপ করেন রোহিত। জেতে ভারত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। এই টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের প্রথম ৫০ ওভারে পেস বোলারদের জন্য পিচে বিশেষ কিছু দেখা গেল না। স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসারদের শান্তি দেয়নি ওয়াংখেড়ের পিচ। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুর ১০ ওভারে পিচ থেকে সুবিধা পেয়ে যান পেসাররা। বল সিম এবং সুইং হচ্ছিল। তারপর অবশ্য পিচটা পুরো ব্যাটারদের তরফে চলে যায়। সেই পরিস্থিতিতে নেটিজেনদের একাংশ দাবি করেন যে সেমিফাইনালে অ্যাডভান্টেজ পেতে টসে কারচুপি করা হল।