নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই সুপার কিংস (CSK) ও গুজরাট টাইটান্সের (GT) মধ্যে আইপিএল ২০২৩ (IPL)-এর প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardiak Pandya)। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে নেই যশ দয়াল। তার জায়গায় দর্শন নালকান্দেকে (Darshan Nalkande) মাঠে নামিয়েছেন হার্দিক পান্ডিয়া। দর্শন নালকান্দে পুরো মরসুমে বেঞ্চে বসে ছিলেন এবং সহ খেলোয়াড়দের জল দিতে দেখা গিয়েছিল। তবে পান্ডিয়া মাস্টারস্ট্রোক খেলে দর্শনকে সরাসরি কোয়ালিফায়ার ম্যাচে সুযোগ দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক করলেন মঙ্গলবার। ২৪ বছর বয়সী দর্শন নালকান্দে মহারাষ্ট্রের বাসিন্দা এবং বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ডান হাতি ফাস্ট বোলিং করেন। অনূর্ধ্ব-১৯ দলে ভারতের হয়ে খেলেছেন।