ভারত থেকে কলম্বোয়! নিরাশ করছে বৃষ্টি

বৃষ্টিকে নিয়ে বেজায় চিন্তা। কী হবে ভারত-পাক ম্যাচের ভবিষ্যত? কলম্বোর আকাশের মুখ ভার। এদিকে ভারতের জয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

author-image
Pallabi Sanyal
New Update
mkh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : এশিয়া কাপে বিনা টিকিটেই বৃষ্টির আগমন! রবিবার ভারত-পাক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। তারপরেও সোমবার বৃষ্টির ভ্রুকুটি। সোমবারের সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলম্বোতে। শুধু তাই নয়, কালো মেঘে ঢেকে রয়েছে গোটা শহর। কী হবে ম্যাচের ভবিষ্যত? কপালে চিন্তার ভাঁজ ক্রিকেট মহলের। এদিকে ক্রিকেটের টানে ভারত থেকে কলম্বোয় খেলা দেখতে গিয়ে হতাশ হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।  ভারতীয় দলের এক সমর্থকের কথায়,  "ভারত-পাকিস্তান ম্যাচের ঠিক আগে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা সবাই হতাশ। আমরা সবাই এই ম্যাচটি দেখতে চেয়েছিলাম। আমি এই ম্যাচের জন্য ভারত থেকে এসেছি এবং আমরা চাই ভারত জিতুক।"