Naxal : ১০ জন জওয়ান শহীদ হওয়ার পিছনে ৩ কিশোর!

নকশাল (Naxal) হামলায় সম্প্রতি শহীদ হয়েছে ১০ জন জওয়ান। মৃত্যু হয়েছিল গাড়ির চালকের।

author-image
Pritam Santra
New Update
Dantewada Naxal attack

নিজস্ব সংবাদদাতাঃ নকশাল হামলায় সম্প্রতি শহীদ হয়েছে ১০ জন জওয়ান। মৃত্যু হয়েছিল গাড়ির চালকের। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে, জানা গিয়েছে, গ্রেফতার হওয়া সাতজনের মধ্যে তিনজন কিশোর। বাকিরা প্রাপ্তবয়স্ক।