নিজস্ব সংবাদদাতাঃ ইনিংসের শেষ বলে আউট হন রশিদ খান। পথিরানার বলে রুতুরাজের হাতে ধরা পড়েন তিনি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি রশিদ। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৪ রান সংগ্রহ করে। হার্দিক ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৯৬ রান করেন সুদর্শন। পথিরানা ৪ ওভারে ৪৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ২১৫ রান। উল্লেখ্য, আইপিএলের ফাইনালের ইতিহাসে এটিই সব থেকে বড় রানের ইনিংস। সেদিক থেকে রেকর্ড রান তাড়া করতে হবে ধোনিদের।