নিজস্ব সংবাদদাতা: চরম উত্তেজনা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ দেখা দিল। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তারপর আরো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে। ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার খেলতে ব্রাজিলে এসেছে মেসির আর্জেন্টিনার দল।
সেই ম্যাচ ঘিরেই অগ্নিগর্ভ পরিস্থিতি। আর্জেন্টিনার তারকারা দুই দলের সমর্থকদেরই শান্ত থাকার আবেদন জানান। তবে কে কার কথা শোনে। স্টেডিয়ামেই জ্বলল আগুন। আর্জেন্টিনার তারকারা মাঠ ছাড়তে বাধ্য হন। লকার রুমে ২৭ মিনিট থাকতে হয় তাঁদের। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেভাবে দফায় দফায় দুই দলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়লেন, তাতে ক্ষুব্ধ ফুটবলাররাও। এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার সমর্থকদের গ্যালারিতে থাকা পুলিশ কর্মীর কাছে আবেদন জানান যাতে হিংসা বন্ধ করা হয়। নিরাপত্তাকর্মীদের সঙ্গেই আর্জেন্টিনার সমর্থকদের খণ্ডযুদ্ধ দেখা যায়।