নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের আঁচ গিয়ে পড়লো এবার মাঠেও। বহু প্রতীক্ষিত ডুরান্ড ডার্বি বাতিল হয়ে গেল। আগামীকাল অর্থাৎ রবিবার ছিল ডুরান্ড ডার্বি। মুখোমুখি হতো চির শত্রু মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে এদিনের ম্যাচে শত্রুতা না, থাকতো প্রতিবাদের ভাষা।
হার-জেতার মাঝে দাবি থাকতো একটাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’। কেননা আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর জন্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের সদস্যরাই সিদ্ধান্ত নিয়েছিল যে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এই ম্যাচে সকলে মিলে স্লোগান তুলবে ‘উই ওয়ান্ট জাস্টিস’। তাঁদের প্ল্যাকার্ডে লেখা থাকবে ‘আরজি কাণ্ডে দোষীদের চরম শাস্তি চাই’। মাঠের মধ্যে কোনও দলের স্লোগান না, স্লোগান থাকবে শুধুই ওই মহিলা চিকিৎসকের জন্যে, তাঁর ন্যায় বিচারের জন্যে। দুই ক্লাবই যতই একে-অপরের শত্রু হোক, এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল দুজনেই।
আর এখানেই সমস্যা বেড়েছে প্রশাসনের। আজ এই বিষয়েই শেষ বৈঠক ছিল ডুরান্ড সংস্থা, মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই ক্লাব সংস্থা এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের। আর সেখানেই পরিস্থিতি বেগতিক হতে পারে এই প্রতিবাদে তা বিচার বিবেচনা করেই আগামীকালের ম্যাচ বাতিল করা হল। সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতেই দুটো টিমকেই ১-১ পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আর্মিদের পক্ষ থেকে কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি।