নিজস্ব সংবাদদাতা: সবে মাত্র সকালেই খবর এসেছিল যে প্যারিস অলিম্পিকে ভারত ইতিহাস গড়তে চলেছে। ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের হাত ধরে ভারত পেতে চলেছে অলিম্পিকে প্রথম সোনা। এই খবরে আনন্দে ভেসে উঠেছিল দেশ। তবে স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তার কিছুক্ষণের মধ্যেই।
মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধি হওয়ায় ফাইনাল থেকে ডিস-কোয়ালিফাইড করে দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। আর যা নিয়ে মন খারাপ গোটা দেশের। এই বিষয়ে বিজেপি সাংসদ করণ ভূষণ সিং এদিন বলেন, “এটি দেশের জন্য বড় ক্ষতি। ফেডারেশন এই বিষয়ে আলোচনা করবে এবং কী করা যায় তা দেখবে”। তবে ফেডারেশন থেকে এদিন যাবতীয় তথ্য গোপন রাখা হয় বলেই জানা যাচ্ছে।
#WATCH | Delhi: On Indian wrestler Vinesh Phogat's disqualification from #ParisOlympics2024, BJP MP Karan Bhushan Singh says, "It is a loss for the country. The Federation will take this into consideration and see what can be done" pic.twitter.com/lSntbFF3kv