BREAKING : শুধু আল্লাহ বাঁচাতে পারে পাকিস্তানকে ! ভারতের ভয়ে কেঁদেই ফেললেন পাকিস্তানী নেতা
"আগামীদিনে সেনা আরো বেশি অভিযান চালিয়ে সন্ত্রাসবাদকে ধ্বংস করবে"- আশায় আগ্রাবাসী
আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের বড় সাফল্য! পাকিস্তানি অনুপ্রবেশকারীর খেল খতম
‘জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা পাকিস্তানের প্রথা হতে পারে, তবে তা বিশ্বের জন্যে অর্থবহুল’: বিক্রম মিস্রি
BREAKING : সন্ত্রাসবাদের বদলা নিয়েছে দেশ ! বড় মন্তব্য করলেন হরিয়ানার মন্ত্রী গৌরব গৌতম
‘TRF-এর হয়ে জাতিসংঘে কোন দেশ কথা বলেছিল?’ বিশ্বকে মনে করালেন বিদেশ সচিব
ভারত-পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে যোগাযোগ! সত্যতা সামনে এল
BREAKING : পাকিস্তানকে ধ্বংস করার ক্ষমতা রাখে ভারত ! এবার ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ ভরদ্বাজ
BREAKING : সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি ! ৯ই মে জম্মুর পাঁচ জেলায় বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

বড় খবর: বোর্নমাউথ, নিউক্যাসল

আজ ইপিএল-এ বোর্নমাউথ বনাম সাউদাম্পটন এবং এভারটন বনাম নিউক্যাসল ম্যাচ ছিল। জানুন এই ২ টি ম্যাচের ফলাফল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
NB

 

 

নিজস্ব সংবাদদাতা: আজ ইপিএল-এ টানটান উত্তেজনাপূর্ণ ২ টি ম্যাচ হয়েছে। ২ টি ম্যাচই দর্শকরা শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে উপভোগ করেছে। আজ ইপিএল-এর ফুটবল যুদ্ধে মুখোমুখি মাঠে নামে বোর্নমাউথ ও সাউদাম্পটন। বোর্নমাউথ বনাম সাউদাম্পটন ম্যাচটি প্রথম থেকে টানটান উত্তেজনাপূর্ণ ছিল। দুটি দলের সমর্থকরাই নিজেদের দলের জয় নিয়ে আশাবাদী ছিল। যদিও ম্যাচ শেষে জয় পেয়েছে বোর্নমাউথ। এই ম্যাচটিতে বোর্নমাউথ ১ টি গোল করে। অপরদিকে সাউদাম্পটন একটিও গোল করতে পারেনি। তবে সাউদাম্পটনের গোল করার চেষ্টা ও বোর্নমাউথের গোল বাঁচানোর লড়াই ম্যাচটাকে দেখার মতো করে তোলে। ম্যাচ শেষে স্কোর ছিল ১-০। বোর্নমাউথের জয়ের ফলে এই দলের সমর্থকরা ব্যাপক আনন্দ উদযাপন করেন। তবে বর্তমানে বোর্নমাউথ ইপিএল টেবিলে অনেক নিচে রয়েছে। ইপিএল টেবিলে বোর্নমাউথের স্থান ১৪ নম্বরে। ইপিএল টেবিলে বোর্নমাউথের বর্তমান পয়েন্ট ৩৬। ফলে বোর্নমাউথের টিকে থাকার লড়াই কঠিন হয়ে পড়েছে। অপরদিকে শোচনীয় অবস্থা সাউদাম্পটনের। ইপিএল টেবিলে সাউদাম্পটনের স্থান রয়েছে ২০ নম্বরে। অর্থাৎ সর্বশেষ নম্বরে রয়েছে সাউদাম্পটন। সাউদাম্পটনের পয়েন্ট ২৪। আজ ইপিএল-এ আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে ইপিএল-এর ফুটবল যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে এভারটন ও নিউক্যাসল। এভারটন বনাম নিউক্যাসল ম্যাচটিও প্রথম থেকেই টানটান উত্তেজনাপূর্ণ ছিল। এই ম্যাচটিতে জয় পেয়েছে নিউক্যাসল। ম্যাচে একের পর এক ৪ টি গোল করেছে নিউক্যাসল। অপরদিকে ১ টি গোল করেছে এভারটন। ফলে এই ম্যাচের স্কোর ছিল ৪-১। তবে ২ টি দলের লড়াই ছিল দেখার মত। যেকোনো মুহূর্তে ম্যাচটির মোড় ঘুরে যায় কিনা সেটাই ছিল দেখার। এই ম্যাচ শেষে ইপিএল টেবিলে নিউক্যাসল রয়েছে ৩ নম্বরে। নিউক্যাসলের পয়েন্ট ৬২। অপরদিকে এই ম্যাচের শেষে আরও শোচনীয় হয়েছে এভারটনের হাল। এই ম্যাচের শেষে ইপিএল টেবিলে এভারটন রয়েছে ১৯ নম্বরে। ইপিএল টেবিলে এভারটনের পয়েন্ট ২৮।