বিশ্বকাপ ফাইনালে হয়েছে বেটিং!

ক্রিকেট খেলার ইতিহাসে জুয়া বা বেটিং নতুন কিছু নয়। তবে গতকাল যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় যে জুয়া খেলার সমস্ত রেকর্ড নাকি ভেঙে দেওয়া হয়েছে গতকাল। উঠে এল সেই তথ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
edit india final 1.jpg

ফাইল ছবি

খাস খবর ডেস্ক: অস্ট্রেলিয়া পরপর ছয়বার বিশ্বকাপ জয় করল। এটা একেবারেই সহজ কথা নয়। এদিকে হেরে গেলেও ভারতের সমর্থকরা বলছে টাফ ফাইট করেছে রোহিত শর্মার দল। একদিকে যেখানে ভারতীয় সমর্থকদের মন হতাশা আর আফসোসে ভরা এবং মুখ ভার সেখানে একটা বড় তথ্য এবার এসেছে পুলিশের হাতে।

এবার অভিযোগ উঠল যে বেটিং করে নাকি টিম ইন্ডিয়াকে হারিয়ে দেওয়া হয়েছে ফাইনালে। এই চাঞ্চল্যকর তথ্য নাকি পেয়েছে পুলিশ। জানা যায় যে অন্তত ৭০০০০ কোটি টাকার জুয়া ধরা হয় বিশ্বকাপের ফাইনালের জন্য। দাবি করা হচ্ছে যে জুয়ার ইতিহাসের সব নজির ভেঙে দিয়েছে এই বেটিং। ৫০০টি বেটিং সাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দাবি উঠে এল এবার। বিশ্বকাপ চলাকালীন কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে ক্রিকেট বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।

hiring.jpg