সেঞ্চুরি করে জাতীয় দলে ডাক বাংলার ক্রিকেটারের

রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কেড়ে নিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। টানা তৃতীয় সেঞ্চুরির পথে জাতীয় দলে ডাকের প্রত্যাশা।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কেড়ে নিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। ইরানি কাপে রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণের ব্যর্থতার দিনে তিনি বড় সেঞ্চুরি করেছেন, যা জাতীয় দলে ঢোকার জোরালো দাবি জানিয়ে দেয়। লখনউয়ে ম্যাচের প্রথম দুই দিন মুম্বই ব্যাটারদের দাপট দেখা গেছে। অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, এবং তনুশ কোটিয়ানের দুর্দান্ত ইনিংসে সরফরাজ আহমেদ একাই করেন ২০০ রান, ফলে মুম্বই প্রথম ইনিংসে ৫৩৭ রানে পৌঁছায়। ব্যাট করতে নেমে বাংলার অভিমন্যু ইনিংস ওপেন করে দুর্দান্ত পারফর্ম করেছেন। শুরুতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মাত্র ৯ রান করে ফিরে গেলে অভিমন্যু সুযোগ পুরোপুরি কাজে লাগান। তৃতীয় দিনের শেষে তিনি ১৫১ রানে অপরাজিত আছেন।

publive-image

দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে তোলার পাশাপাশি, অভিমন্যু রুতুরাজের সঙ্গে ৪০ রান যোগ করেন। মুম্বইয়ের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে, অবশিষ্ট ভারত ২৮৯/৪ রান করে। অভিমন্যুর এই পারফরম্যান্স জাতীয় দলের নির্বাচকদের মনোযোগ আকর্ষণ করেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে আসছেন অভিমন্যু ঈশ্বরন। সম্প্রতি তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তৃতীয় সেঞ্চুরি করেছেন, যা তার ফর্মের পরিচায়ক। চলতি বছরে তিনি এখনও পর্যন্ত আটশোর বেশি রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি।

publive-image

দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি-র হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন অভিমন্যু, পাঁচ ইনিংসে তিনি ৩০৯ রান করেছেন। গত মরশুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচে অংশ নেন এবং একটি ডাবল সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেন। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেলেও, প্রথম একাদশে জায়গা পাননি অভিমন্যু। তবে ভারত পরপর বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলবে এবং ২৯ বছরের এই ক্রিকেটারের কাছে জাতীয় দলের ডাক আবার আসতে পারে, বলছেন অনেকেই। অভিমন্যুর ধারাবাহিকতা ও ফর্ম তাকে নির্বাচকদের নজরে রাখতে বাধ্য করেছে।