নিজস্ব সংবাদদাতাঃ রেক্সহ্যাম (wrexham) জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী মরসুমে লিগ টুতে খেলবে। ক্লাবের পুনরুত্থানের পরবর্তী পর্ব শুরু হতে চলেছে। ১৫ বছর অপেক্ষার পর শনিবার সন্ধ্যায় রেসকোর্সে বোরহাম উডকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড ১১০ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের শিরোপা জেতা রেক্সহ্যাম আগামী বছর লিগ টু-তে খেলবে। অভিজ্ঞ গোলরক্ষক বেন ফস্টার রেক্সহ্যামে নিজের থাকার মেয়াদ বাড়িয়েছেন।