Wrexham : ১৫ বছরের অবসান, রেক্সহ্যামে ফস্টার

জাতীয় লিগ চ্যাম্পিয়ন রেক্সহ্যাম (wrexham)। অভিজ্ঞ গোলরক্ষক বেন ফস্টার রেক্সহ্যামে নিজের থাকার মেয়াদ বাড়িয়েছেন। 

author-image
Pritam Santra
New Update
wrexham

নিজস্ব সংবাদদাতাঃ রেক্সহ্যাম (wrexham) জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী মরসুমে লিগ টুতে খেলবে। ক্লাবের পুনরুত্থানের পরবর্তী পর্ব শুরু হতে চলেছে। ১৫ বছর অপেক্ষার পর শনিবার সন্ধ্যায় রেসকোর্সে বোরহাম উডকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড ১১০ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের শিরোপা জেতা রেক্সহ্যাম আগামী বছর লিগ টু-তে খেলবে। অভিজ্ঞ গোলরক্ষক বেন ফস্টার রেক্সহ্যামে নিজের থাকার মেয়াদ বাড়িয়েছেন।