KL Rahul : বিসিসিআইয়ের নজরে রাহুলের চোট, নতুন অধিনায়কের নাম ঘোষণা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে আইপিএল ২০২৩ (IPL 2023)-এর শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। খোঁড়াতে খোঁড়াতে মাঠে ছাড়েন তিনি। এর পর ম্যাচের একেবারে শেষে মাঠে নেমেছিলেন রাহুল।

author-image
Pritam Santra
New Update
KL Rahul

নিজস্ব সংবাদদাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে আইপিএল ২০২৩ (IPL 2023)-এর শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। মাঠ ছাড়েন তিনি। এর পর ম্যাচের একেবারে শেষে মাঠে নেমেছিলেন রাহুল। চোটের সঠিক কারণ এখনও জানা না গেলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ফ্র্যাঞ্চাইজিটির সাথে রাহুলের চোট সম্পর্কে খোঁজ খবর রাখছে বলে জানা গিয়েছে। চোট গুরুতর হওয়ায় আইপিএল ২০২৩-এ রাহুলের অংশগ্রহণ বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট একাডেমির (NCA) বিবেচনার উপর নির্ভর করবে। তিনি এখনও লখনউতে দলের সাথে রয়েছেন। তবে বুধবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) দলের নেতৃত্ব দেবেন।