অতিরিক্ত একটি ম্যাচ, বড় সিদ্ধান্ত নিল BCCI

স্টার ইন্ডিয়ার (Star India) সঙ্গে ৭৮.৯০ কোটি টাকার মিডিয়া রাইটস এগ্রিমেন্ট (MRA) থেকে একটি ম্যাচ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। ৩১ মার্চ শেষ হওয়া ২০১৮-২০২৩ সময়কালের এমআরএ-তে ৬১৩৮.১ কোটি টাকার বিনিময়ে ১০২ টি ম্যাচের চুক্তি ছিল।

author-image
Pritam Santra
New Update
শুরু হয়েছে BCCI-এর জরুরি বৈঠক

নিজস্ব সংবাদদাতাঃ স্টার ইন্ডিয়ার (Star India) সঙ্গে ৭৮.৯০ কোটি টাকার মিডিয়া রাইটস এগ্রিমেন্ট (MRA) থেকে একটি ম্যাচ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। ৩১ মার্চ শেষ হওয়া ২০১৮-২০২৩ সময়কালের এমআরএ-তে ৬১৩৮.১ কোটি টাকার বিনিময়ে ১০২ টি ম্যাচের চুক্তি ছিল। তবে বিসিসিআই পাঁচ বছরের সময়কালে ১০৩ টি ম্যাচ আয়োজন করেছে। সে কারণে চুক্তির আওতার বাইরে একটি ম্যাচ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাইটস পিরিয়ডের মোট ম্যাচ সংখ্যা এখন ১০৩ থেকে কমিয়ে ১০২ করা হয়েছে।