নিজস্ব সংবাদদাতাঃ উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত পঞ্চম যুব এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডল দৌড়ে রৌপ্য পদক জিতেছেন ভারতের অ্যাথলিট বাপি হাঁসদা (Bapi Hansda)। তিনি ৫১.৩৮ সেকেন্ড সময় নিয়ে শ্রীলঙ্কার কুদা লিয়ানেগে আয়োমালের কাছে ৫১.৪০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কাতারের মাহামত আবকার আব্দুর রহমান ৫০.৯১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, "এশিয়ান স্তরে সাফল্যের জন্য আমি বাপিকে অভিনন্দন জানাই। তিনি অন্য খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক উদাহরণ। ব্যক্তিগত জীবনে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাপি এই কৃতিত্ব অর্জন করেছেন।"