ব্যর্থ গিলের শতরান, শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন্মনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে তানজিমের প্রথম বল শামির হেলমেটে লাগে। দ্বিতীয় বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি শামি। তৃতীয় বলও ডট হয়। চতুর্থ বলে চার মারেন শামি। পঞ্চম বলে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন শামি। বাংলাদেশের ৮ উইকেটে ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৫৯ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। শামি ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। মুস্তাফিজুর ৫০ রানে ৩টি উইকেট নেন। তানজিম ৩২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। মেহেদি হাসান ৫০ রানের বিনিময়ে ২ টি উইকেট তুলে নেন। এশিয়া কাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতকে হারাতে সক্ষম হয় বাংলাদেশ। সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের ৮ নম্বর জয়।

nb

আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।