নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে তানজিমের প্রথম বল শামির হেলমেটে লাগে। দ্বিতীয় বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি শামি। তৃতীয় বলও ডট হয়। চতুর্থ বলে চার মারেন শামি। পঞ্চম বলে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন শামি। বাংলাদেশের ৮ উইকেটে ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৫৯ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। শামি ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। মুস্তাফিজুর ৫০ রানে ৩টি উইকেট নেন। তানজিম ৩২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। মেহেদি হাসান ৫০ রানের বিনিময়ে ২ টি উইকেট তুলে নেন। এশিয়া কাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতকে হারাতে সক্ষম হয় বাংলাদেশ। সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের ৮ নম্বর জয়।
আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।