সামনে টিম ইন্ডিয়ার আরও খারাপ সময়! তথ্য চিন্তায় ফেলবে আপনাকেও

বিশ্বকাপে ভারতের পরাজয়ের শোক এখনও ভুলতে পারেনি ভারতবাসী। তবে তার আগেও বেশ কিছু পরিসংখ্যান সামনে এসেছে যা দেখলে চিন্তায় পড়তে হবে ক্রিকেট সমর্থকদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
indian cricket team

নিজস্ব সংবাদদাতা: ২০১১ সালে এমএস ধোনির অধিনায়কত্বে শেষ বিশ্বকাপ জেতে ভারত। ২০১৩ সালে ধোনির হাত ধরেই আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই শেষ ভারতের আইসিসি ট্রফি জয়। বিগত ১০ বছরে ভারতীয় দল যেভাবে আইসিসি ট্রফি জিততে ব্যর্থ সেটা বেশ উদ্বেগের ও হতাশার। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি প্রতিযোগিতায় নকআউটে মোট ৯ বার হেরে যায় টিম ইন্ডিয়া। রয়েছে টি-২০ ক্রিকেট, একদিনের ক্রিকেট ও চেস্ট ক্রিকেটের পরিসংখ্যান।

২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় ভারত। ২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে পরাজিত দল। ওডিআই ক্রিকেটে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া জেতে। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান জয় পায়। ২০১৯ বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে পরাজয়। এবার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়। টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরশুমেই ফাইনালে উঠলেও দুবারই হারতে হয়। ২০২১ সালে বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর অধিনায়ক হিসেবে ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারেন রোহিত শর্মা। আইসিসি ট্রফিতে ভারতের ব্যর্থতা কবে কাটবে সেটা বলবে এবার সময়।