ভারতীয় বোলারের স্পিন দেখে হতবাক অস্ট্রেলিয়ান ক্রিকেটার

কাপুরথালার একাদশ শ্রেণির ছাত্র নেট প্র্যাকটিস সেশনের সময় অস্ট্রেলিয়ার ছয় ফুট চার ইঞ্চি লম্বা মার্কাস স্টইনিসকে বারবার বিরক্ত করেই চলেছিল।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ছেলেটির বয়স মাত্র ১৬ বছর। নাম সমীর খান। পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা সে। উচ্চতা পাঁচ ফুট। কিন্তু তাতেই অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড় মার্কাস স্টাইনিসকে নাজেহাল করে ছেড়েছে। মাত্র ২০ মিনিট সেই ছেলেটির সাথে নেট প্র্যাকটিস করেছিল স্টাইনিস। আর তাতেই তার স্পিন করার কায়দা দেখে রীতিমতো স্তম্ভিত সে। 

কাপুরথালার এক বিছানার চাদর বিক্রেতার ছেলে সমীর। সে জানিয়েছে, ‘ আমি স্টিভ স্মিথের কাছে অনেকক্ষণ বোলিং প্র্যাকটিস করেছি। এটা আমার একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। ওরা বলেছিল আমি ভালো বোলিং করেছি। আমরা চার ভাই এবং এক বোন।  আমি পঞ্জাব টি-টোয়েন্টি লিগে খেলেছি এবং সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। যাতে আমি পাঁচটি উইকেটও নিয়েছিলাম।’ 

সমীরকে পঞ্জাব অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়ের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সাথে বোলিং করার জন্য তাকে এক স্থানীয় হোটেলে রাখা হয়েছে। মার্কাস তার বোলিং দেখে বলেছেন, ' ভাল বোলিং করছ। '