ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
ফাইনালে নামার আগে ৯ ম্যাচের ন’টিতেই জয়। শুধু জয় নয়, রীতিমতো দাপটের সঙ্গে জয়। ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা কিনা পাঁচ বারের চ্যাম্পিয়ন। অথচ এ হেন দলের বিরুদ্ধে নামার আগেও ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে।
ফাইনালে নামার আগে ৯ ম্যাচের ন’টিতেই জয়। শুধু জয় নয়, রীতিমতো দাপটের সঙ্গে জয়। ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা কিনা পাঁচ বারের চ্যাম্পিয়ন। অথচ এ হেন দলের বিরুদ্ধে নামার আগেও ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে।
টিম ইন্ডিয়ার একটি বড় দুর্বলতা হল ষষ্ট বোলারের না থাকা। যা চোখে পড়েছে সেমিফাইনালেও। সিরাজ যখন লাগাতার রান দিচ্ছেন, তখনও রোহিত বিকল্পের অভাবে অন্য কারও হাতে বল তুলে দিতে পারেননি। বিরাট, গিলরা যতই হাত ঘোরান, বিশ্বকাপ ফাইনালে তাঁদের বোলিংয়ের ভরসায় থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না।
{{ primary_category.name }}