নিজস্ব সংবাদদাতাঃ অ্যাশেজের শুরুটা একেবারে অ্যাশেজের মত হল। এজবাস্টনে টানটান উত্তেজনার প্রথম টেস্টে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অথচ ৪০ মিনিট আগেও অস্ট্রেলিয়ার হার নিশ্চিত মনে হচ্ছিল। সেখান থেকে নবম উইকেটে ৫৫ রান যোগ করে জয় কেড়ে নিলেন প্যাট কামিন্স এবং নাথান লিয়ন। শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। যা অজি অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর সর্বাধিক রানের ইনিংস। আর সম্ভবত তাঁর কেরিয়ারের সেরা টেস্ট ইনিংসও বটে।