নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির বাড়াবাড়ি দেখা যাচ্ছিল শেষ কয়েকটা ম্যাচেই। এমনকি এই বৃষ্টির জন্যেই বাতিল হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। গতকালও ভারত-নেপাল ম্যাচে বৃষ্টির জন্যেই ম্যাচ সংক্ষিপ্ত করতে হয়। ডার্কলুইস পদ্ধতিতে ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। আর এবার শোনা গেল আরও ভয়ের কথা।
বৃষ্টির বাড়াবাড়িতে সরল এশিয়া কাপের ম্যাচ। ফাইনাল সহ সুপার ফোর স্টেজের ম্যাচগুলি কলম্বো থেকে সরল হামবানটোটায়। কেননা জানা যাচ্ছে, কলম্বোতে যেকোনও মুহুর্তে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না জয় শাহরা। গুরুত্বপূর্ণ সুপার ফোরের ম্যাচ গুলি যদি বৃষ্টির কারণে বিঘ্নিত হয়, সেক্ষেত্রে বাইরের দেশগুলির কাছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মুখ পুড়বে। আর তাই এবার গুরুত্বপূর্ণ ম্যাচ গুলি খেলা হতে চলেছে হামবানটোটায়।