IND vs PAK: আজ ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ লিগের ভারত-পাক লড়াই বৃষ্টির জন্য মাঝপথেই বন্ধ করতে হয়। আবার কলম্বোয় সুপার ফোরের মঞ্চে সম্মুখসমরে ভারত ও পাকিস্তান। আজও বৃষ্টি ম্যাচ পণ্ড করে দেবে না তো?

author-image
Anusmita Bhattacharya
New Update
asia2

নিজস্ব সংবাদদাতা: আজ রয়েছে এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। কিন্তু রবিবার বৃষ্টি হলে তার জন্য কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে পারে। তবে সোমবার পুনরায় তা আয়োজন করা হবে। এর কারণ হল সোমবার দিনটিকে এই ম্যাচটির রিজার্ভ ডে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। খেলা যদি মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে রবিবার যতদূর পর্যন্ত খেলা হবে, সোমবার তার পর থেকেই আবার শুরু হবে লড়াই।

যদিও ম্যাচের কয়েক ঘণ্টা আগে কলম্বোর আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট পাওয়া গেল। এসিসি আর প্রেমাদাসা স্টেডিয়ামে থেকে দেখতে পাওয়া পরিষ্কার নীল আকাশের ছবি পোস্ট করেছে।  

 

rectify impact.jpg