নিজস্ব সংবাদদাতা: অবশেষে অপেক্ষার অবসান। বিসিসিআই (BCCI) শুক্রবার আইপিএল ২০২৩ (IPL 2023) নকআউটের সময়সূচী এবং ভেন্যুর কথা ঘোষণা করেছে। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) যথাক্রমে ২৮ মে এবং ২৬ মে কোয়ালিফায়ার ২, কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর যথাক্রমে ২৩ মে এবং ২৪ মে চেন্নাইতে (Chennai) অনুষ্ঠিত হবে। আহমেদাবাদ গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড এবং ১৩২,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। গত মরসুমে ফাইনাল হয়েছিল এই মাঠে।