নিজস্ব সংবাদদাতা: টানা দশ ম্যাচ জয়, প্রতিপক্ষকে কাঁপিয়ে ওয়া, ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স সব ছিল কিন্তু সব ম্লান হয়ে গেল একটি হারে। অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে উঠলেও ফের তীরে এসেই তরী ডুবল টিম ইন্ডিয়ার। ২০০৩-এর পুনরাবৃত্তিতে হতাশ ভারত। ২০২৩- এ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুর ভারতের।
আবার ৪ বছরের অপেক্ষা। কিন্তু তত দিনে ভারতীয় দলেরও আমূল পরিবর্তন হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ ২০২৩- এর টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ার ২০২৭ বিশ্বকাপে খেলবেন না এমন সম্ভবনাই বেশি। ফলে ৪ বছরের মধ্যে আরও একটি শক্তিশালী টিম তৈরির করার চ্যালেঞ্জ নিতে হবে বিসিসিআইকে। অনুমান করা হচ্ছে বর্তমান ভারতীয় দলের অন্তত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেই তালিকায় সবার আগে আছেন রোহিত শর্মা। তারপর সামিল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদব। রোহিতের বর্তমান বয়স ৩৭, বিরাট কোহলির ৩৫, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর, রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর। ফলে আগামি বিশ্বকাপ পর্যন্ত এই তারকারা ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।