নিজস্ব সংবাদদাতা: গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন । পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ভারত এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকের আগেই রাজনাথ সিং চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন , এলএসি সম্মেলনে একমাত্র শর্ত হল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলেই দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব। এদিকে, সীমান্তে স্থিতিশীলতা রয়েছে বলে জানিয়েছে চীন। একইসঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ভুলে ভারত চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করবে বলে জানিয়েছে বেজিং।