ভারতে এলেও পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে হবে না বৈঠক: জয়শঙ্কর

ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর । তবে তিনি ভারতে এলেও তাঁর সঙ্গে কোন বৈঠক হবে না বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ।

author-image
New Update
jai india

নিজস্ব সংবাদদাতা: এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর গোয়া আসবেন । আর এই সফর ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলে এসসিও সম্মেলন নয় এখন আলোচনার মূল কেন্দ্র বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিলাবলের দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক হবে কি হবে না, তা নিয়েই।

এসসিও-র সভাপতি রাষ্ট্র হিসাবে ভারতের কাছে যা একেবারেই অবাঞ্ছনীয় বলে মনে করছে সাউথ ব্লক। গোটা জল্পনায় জল ঢালতে তাই মাঠে নামলেন খোদ বিদেশমন্ত্রী। তিনি আজ স্পষ্ট বুঝিয়ে দিলেন, বিলাবল ভারতে আসবেন শুধুমাত্র এসসিও সংক্রান্ত আলোচনার জন্যই। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার এখন কোনওপরিস্থিতিই নেই। 

 

ad.jpg