সরস্বতী পুজোয় এই নিয়ম মেনে চললে জীবনে আসবে সাফল্যের বন্যা !

আর মাত্র হাতে গোনা কয়েকদিন। শুভ্র বসনা দেবী সরস্বতী বিদ্যার দেবী। তারই পুজোয় মেতে উঠবে বঙ্গবাসী। জেনে নিন, কোন কোন নিয়ম মানলে সন্তুষ্ট হবেন বিদ্যার দেবী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
sara .jpg

নিজস্ব প্রতিবেদন : সরস্বতী পুজো মানেই সকালে উঠে হলুদ মেখে স্নান। তারপর শাড়ি অথবা পাঞ্জাবী পরে মা সরস্বতীর পায়ে অঞ্জলি দিতে যাওয়া।  দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে হলে মেনে চলুন এইকটি নিয়ম। 

বাড়িতে শিশু থাকলে তার পড়াশোনা শুরু করার দিন হিসেবে বেছে নিন বসন্ত পঞ্চমীকেই। এই দিনটিকে পড়াশোনা শুরু করার জন্য অত্যন্ত শুভদিন বলে মনে করা হয়। প্রাচীন কাল থেকেই সরস্বতী পুজোর দিনেই বাচ্চাদের "হাতেখড়ি" দেবার নিয়ম প্রচলিত আছে। 

এই দিন সকালে উঠে কাঁচা হলুদ মেখে স্নান করুন। পোশাকের রং হিসেবে বেছে নিন হলুদ রংকেই। বাগ্দেবীর হলুদ রং খুব পছন্দ। 

একটি পিতলের বাটিতে পঞ্চ গব্য অর্থাৎ ঘি,দুধ,দই,গোমূত্র ও গোবর মিশিয়ে দেবীকে নিবেদন করুন। 

পুজোর সময় দেবীর পায়ে হলুদ রং-এর ফুল অর্পণ করুন আর তার সাথে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। মন্ত্র : "নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।"