বাংলাদেশে বুধবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে

সরস্বতী পূজা বাংলাদেশে।

author-image
Aniket
New Update
d

ঢাকা, হাবিবুর রহমান: বাংলাদেশে বুধবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। দেবী সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে পূজা করা হয়েছে। সনাতন শাস্ত্র মতে, চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী। আজ সারা বাংলাদেশে মহাসমারোহে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজিত হয়েছে। পূজা, আরাধনার পাশাপাশি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

v

ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমণা কালী মন্দির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মন্দির ও অস্থায়ী মন্ডপে এ পূজার আয়োজন করা হয়েছিলো। সুপ্রিম কোর্টে এবারও নানা আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অবকাশ ছুটি ছিলো। এ দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়ি,  ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ করা হয়েছে। প্রত্যুষে পূজার্চ্চনা, আরাধনা, পুষ্পাঞ্জলি সহ নানা আচার অনুষ্ঠান হচ্ছে। ঢাকা সহ সারা বাংলাদেশে দিনব্যাপী ছিলো প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি। সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্ব

স

স

a a a a a a a  a a a a  a a a a a  a a aa a  aa  a a a a a a a a  a a a a a a  a a a a a a a  a aa  a a a a  a a a a a  a a a a a  a a a a  a a a a  a a  aa  a a a  a aa  a a a a a a  a a a  a a a  a a a  a a a a  a a  a a a  a a a  a a  a a  a a a a