নিজস্ব সংবাদদাতা: ১৪ ফেব্রুয়ারি চলতি বছর আপামর বাঙালি মা সরস্বতীর আরাধনায় লিপ্ত হবেন। বিদ্যা, শিক্ষা, জ্ঞান ও বুদ্ধি মায়ের থেকে প্রাপ্তির জন্যই তার আরাধনা করা হয়ে। মূলত এই দিনটিকে আমরা সরস্বতী পুজো হিসাবেই বলে থাকি। তবে আপনারা কি জানেন এই দিনটির আনুষ্ঠানিক নাম কি? সরস্বতী পুজোর আনুষ্ঠানিক নাম 'বসন্ত পঞ্চমী'।