নিজস্ব সংবাদদাতা: ভারতে আসন্ন প্রজাতন্ত্র দিবস। ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সাল থেকে ২৬ জানুয়ারি দিনটিতে। তবে জানেন কি ভারতকে প্রজাতন্ত্র বলা হয় কেন? ভারতকে প্রজাতন্ত্র দেশ বলা হয় কারণ ভারতে কোনও রাজা বা রানীর শাসন চলে না। ভারতের প্রধানকে প্রতক্ষ বা পরোক্ষ ভাবে খোদ ভারতের জনগণ নিযুক্ত করেন। একটি নির্দিষ্ট রাষ্ট্রের প্রধান একজন নির্বাচিত ব্যক্তি এবং বংশগত রাজার কেউ নয়। এটি ভারতের সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত সংবিধান মেনে চলে।