কেন কর্তব্য পথে পালিত হয় স্বাধীনতা দিবস?

২৬ শে জানুয়ারি, দিনটা প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025)। এদিন  গৃহীত কার্যকর হয় ভারতবর্ষের সংবিধান। ভারত পরিণত হয় একটি প্রজাতন্ত্রে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের কেন্দ্রবিন্দু হল নয়াদিল্লির কর্তব্য পথে চিত্তাকর্ষক প্যারেড।

author-image
Jaita Chowdhury
New Update
Republic day 2023: প্রস্তুতি শুরু ভারতীয় বায়ুসেনার

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  ২৬ শে জানুয়ারি, দিনটা প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025)। এদিন  গৃহীত কার্যকর হয় ভারতবর্ষের সংবিধান। ভারত পরিণত হয় একটি প্রজাতন্ত্রে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের কেন্দ্রবিন্দু হল নয়াদিল্লির কর্তব্য পথে চিত্তাকর্ষক প্যারেড। জমকালো ইভেন্টে উপস্থিত থাকেন ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখার মার্চিং সৈন্যদল। সঙ্গে থাকে সামরিক সরঞ্জাম চিত্তাকর্ষক প্রদর্শন। কিন্তু কেন কেন কর্তব্য পথে পালিত হয় স্বাধীনতা দিবস? জানেন সত্যতা? 

রাজপথের নাম পাল্টে রাখা হল 'কর্তব্য পথ'

২০২২ সালে ‘রাজপথ’কে ‘কর্তব্য পথ’ নামকরণ করা হয়। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা সংশোধিত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের অংশ হিসাবে এটি উদ্বোধন করা হয়। সরকারের মতে, পূর্ববর্তী রাজপথ থেকে ক্ষমতার আইকন হিসাবে এই কর্তব্য পথ জনস্বত্ব ও ক্ষমতায়নের উদাহরণ হিসাবে এক বিশেষ স্থানান্তরের প্রতীক। 

যার উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, কিংসওয়ে বা রাজপথ, একটি “দাসত্বের প্রতীক”। তিনি আরো বলেন যে, এখন ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে।

এই কর্তব্য পথ যার পূর্ব নাম রাজপথ, যা রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রসারিত। আর ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে। তাই প্রতিবছর এই কর্তব্যপথে পালন করা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।